মিজোরামে ভারত-মায়ানমার আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় আসাম রাইফেলসের অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর বিস্ফোরক সামগ্রী। এর সঙ্গে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আসাম রাইফেলসের সারচিপ ব্যাটালিয়নের আধিকরিক সূত্রের খবরে প্রকাশ, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার মায়ানমার সীমান্তবর্তী ভারতের মিজোরাম ভূখণ্ডে অবস্থিত ফারকাওয়ান এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য লাভ হয়েছে। তাঁরা জানান, যে কোনও বড়সড় যুদ্ধে ব্যবহারযোগ্য ছয় কার্টুন ভরতি ৩,০০০ স্পেশাল ডিটেনেটর, ৩৭ প্যাকেটে ৯২৫ ইলেকট্রিক ডিটেনেটর, চার বাক্সে ২,০০০টি সেফটি ফিউজ এবং ৬৩ বস্তায় ১.৩ টন বিস্ফোরক পাউডার উদ্ধার করেছেন আসাম রাইফেলসের অভিযানকারীরা।
বিস্ফোরক সামগ্রী সহ ধৃত দুজনকে ডাংথলাং পুলিশ থানা কর্তৃপক্ষের হাতে সমঝে দেওয়া হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে একটি এইআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ।
2021-06-22