গ্রেফতার করা যাবে না অপর্ণা পুরোহিতকে : সুপ্রিম কোর্ট

 সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অ্যামাজন   ইন্ডিয়ার
প্রধান অপর্ণা পুরোহিত। ‘তাণ্ডব’ ওয়েব সিরিজ মামলায় শুক্রবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, অপর্ণাকে গ্রেফতার করা যাবে না। তবে তদন্তে তাঁকে পূর্ণ সহযোগিতা করতে হবে।

‘তাণ্ডব’ ওয়েব সিরিজ মামলায় অপর্ণার বিরুদ্ধে মামলা চলছিল এতদিন।
তাঁর জামিনের আবেদন আগেই খারিজ করে দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট।
আজ,
শুক্রবার শীর্ষ আদালত তার রায়ে জানিয়েছে,
অপর্ণা পুরোহিতকে গ্রেফতার করা যাবে না।
তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে আমাজন প্রাইম ইন্ডিয়ার কর্ণধারকে। আজ শীর্ষ আদালতের বিচারপতি অশোক ভূষণ বলেছেন,
কেন্দ্র যে বিধিগুলো দেখাচ্ছে সেগুলো নির্দেশিকা মাত্র,
ডিজিটাল প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তেমন কোনও বিধান নেই।
আদালত তার নিয়ম মেনেই চলছে।
কেন্দ্রীয় সরকারকে আরও পোক্ত প্রমাণ পেশ করতে হবে।

ওটিটি প্ল্যাটফর্ম
‘অ্যামাজন প্রাইম-এ
‘তাণ্ডব’ওয়েবসিরিজ মুক্তি পাওয়ার পরে আক্ষরিক অর্থেই তাণ্ডব শুরু হয় সারা দেশজুড়েই।
সেখানে হিন্দু দেবদেবীদের
অপমান করা হয়েছে ।    সেইসঙ্গে
এই ওয়েব সিরিজে বলা হয়েছে যে ইউপি পুলিশ মুসলমানদের একটি ভুয়া এনকাউন্টার করছে।
এটি প্রচার করে ইউপি সরকারকে অপমান করার চেষ্টা করা হয়েছে। যার জন্য ওটিটি প্ল্যাটফর্মের ‘কনটেন্ট চিফ’অপর্ণার বিরুদ্ধে এফআইআর দায়ের করে যোগী আদিত্যনাথের পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশের তরফে
এফআইআর দায়ের করা হয়। অভিনেতা মহম্মদ জিশান আয়ুব, পরিচালক আলি আব্বাস জাফর, লেখক গৌরব
সোলাঙ্কি, প্রযোজক হিমাংশু মেহরার বিরুদ্ধেও।গত মাসেই প্রায় ঘণ্টা চারেক ধরে জেরা করা হয় তাঁকে।
অপর্ণার আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট।
বিচারপতির বক্তব্য,
তদন্তে কোনও সহযোগিতাই করছেন না অপর্ণা পুরোহিত।
তাঁদের গ্রেফতারির বিরুদ্ধে
স্থগিতাদেশের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন অপর্ণা পুরোহিত। সেই মামলায় আজ
স্বস্তি পেলেন অপর্ণা পুরোহিত । তবে তদন্তে তাঁকে পূর্ণ সহযোগিতা করতে হবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ।

উল্লেখ্য, গতকালই এই মামলায় ওটিটি প্ল্যাটফর্মে আপত্তিজনক বিষয়বস্তু প্রদর্শনের
বিষয়ে সুপ্রিম কোর্ট অসন্তুষ্টি প্রকাশ করেছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ওটিটি প্ল্যাটফর্মে
নজরদারি  দরকার। এই প্ল্যাটফর্মের ফিল্মগুলিতেও
পর্নোগ্রাফি প্রদর্শিত হয় বলে ক্ষোভ প্রকাশ করে শীর্ষ আদালত ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.