ভোট ঘোষণা হতেই রাজ্যে দুটি জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুটি সভাই হয়েছে উত্তরবঙ্গে। এবার ভোট প্রচারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, বুধবার বাংলায় প্রথম জনসভা করতে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের আসন বালুরঘাট থেকেই তিনি বাংলার ভোট প্রচার শুরু করবেন।
বুধবার দুপুর বারোটা নাগাদ বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বুনিয়াদপুর বিধানসভায় পত্রায় সভা করবেন অমিত শাহ। অসম থেকে বাংলায় এসে সভা সেরে তিনি যাবেন বিহারের গয়ায়। গত নভেম্বর, ডিসেম্বরের শেষ সপ্তাহে বাংলায় এসেছিলেন অমিত শাহ, কিন্তু সভা করেননি। এরপর জানুয়ারির শেষ সপ্তাহে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর বাতিল হয়ে যায়। ফেব্রুয়ারির শেষেও আসার কথা ছিল তাঁর। মায়াপুরের ইসকনের মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই সূচিও বাতিল হয়। এবার বুধবার সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র থেকেই বঙ্গে প্রথম প্রচার সভা শুরু করছেন বিজেপির চাণক্য।
২০১৯ সালে আলিপুরদুয়ার থেকে বাংলায় লোকসভার ভোট প্রচার শুরু করেছিলেন অমিত শাহ। সে বছর সুকান্ত মজুমদারের হাত ধরে বালুরঘাট আসন পেয়েছিল বিজেপি। এবারেও সুকান্ত মজুমদারের ওপরেই আস্তা রেখেছে পদ্ম শিবির।