কাউন্টি চ্যাম্পিয়নশিপে লজ্জার নজির গড়লেন শোয়েব বশির। এক ওভারে ৩৮ রান দিয়েছেন তিনি। ওভারে পাঁচটি ছক্কা খেয়েছেন তিনি। ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে সর্বাধিক রান দেওয়া বোলারদের তালিকায় যুগ্ম ভাবে সকলের উপরে রয়েছেন বশির। এই বছরই ভারতের মাটিতে টেস্ট সিরিজ় খেলতে এসেছিল ইংল্যান্ড। সেই সিরিজ়ে টেস্ট অভিষেক হয়েছিল বশিরের। বেশ ভাল বল করেছিলেন তিনি।
উরস্টারশায়ারের হয়ে সারের বিরুদ্ধে খেলছিলেন বশির। তাঁর এক ওভারে পাঁচটি ছক্কা মারেন ড্যান লরেন্স। তত ক্ষণে শতরান হয়ে গিয়েছিল লরেন্সের। তাই আক্রমণাত্মক ব্যাট করছিলেন তিনি। প্রথম বল উইকেট ছেড়ে বেরিয়ে সোজা ছক্কা মারেন লরেন্স। পরের তিনটি বলে উইকেটে দাঁড়িয়ে থেকেই সোজা তিনটি ছক্কা মারেন তিনি। পঞ্চম বলে মিড উইকেটের উপর দিয়ে গ্যালারিতে বল মারেন লরেন্স।
দেখে মনে হচ্ছিল, এক ওভারে ছয় ছক্কা মারার নজির গড়বেন লরেন্স। কিন্তু ষষ্ঠ বল ওয়াইড করেন বশির। উইকেটরক্ষক বল ধরতে পারেননি। ফলে মোট ৫ রান যোগ হয়। তার পরের বল করার সময় ক্রিজ়ের বাইরে পা ফেলেন বশির। নো বল হয়। কাউন্টি চ্যাম্পিয়নশিপের নিয়মে নো বলে ২ রান দেওয়া হয়। সেই বলে দৌড়ে ১ রান নেন লরেন্স। শেষ বলে অবশ্য রান দেননি বশির। মোট ৩৮ রান ওঠে ওভারে।
এর আগে ১৯৯৮ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপের অ্যালেক্স টুডরের এক ওভারে ৩৮ রান করেন অ্যান্ড্রু ফ্লিনটফ। এত দিন সেটাই ছিল রেকর্ড। সেই রেকর্ড স্পর্শ করলেন বশির।