উত্তর প্রদেশের মোরাদাবাদ জেলায় মোরাদাবাদ-আগ্রা হাইওয়েতে মিনিবাস ও ক্যান্টার ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ১০ জন। ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্ততপক্ষে ১০ জন। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মোরাদাবাদ জেলার কুন্দরকি থানা এলাকায় নানপুরের কালভার্টের কাছে মোরাদাবাদ-আগ্রা হাইওয়েতে। এসএসপি প্রভাকর জানিয়েছেন, শনিবার সকালে নানপুরের কালভার্টের কাছে একটি মিনিবাস ও ক্যান্টার ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষ হয় আরও একটি গাড়ির সঙ্গে। মোট তিনটি গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে ১০ জনের এবং আরও ১০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ব্যান অনুযায়ী, ওভারটেক করার কারণেই মিনিবাস ও ক্যান্টার ট্রাকের সংঘর্ষ হয়।
পুলিশ সূত্রের খবর, একটি বেসরকারি মিনিবাস যাত্রীদের নিয়ে কুন্দরকি থেকে মোরাদাবাদ অভিমুখে যাচ্ছিল। মিনিবাস যখন নানপুরের কালভার্টের কাছে পৌঁছয় তখন ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসের সামনে ধাক্কা মারে। সংঘর্ষের পরই ট্রাকটি উল্টে যায় এবং বাসের সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। এরইমধ্যে আরও একটি গাড়ি বাসে ধাক্কা মারে। জেলার আধিকারিক রাকেশ কুমার সিং জানিয়েছেন, দুর্ঘটনায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বেসরকারি সূত্রের খবর, আহতের সংখ্যা প্রায় ২০। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ব্যথিত মুখ্যমন্ত্রী, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা মোরাদাবাদ-আগ্রা হাইওয়েতে দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুতে ব্যথিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আহতদের সম্ভাব্য সমস্ত ধরনের চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
2021-01-30