দুর্গাপুরে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, বঞ্চনার অভিযোগে কারখানায় বিক্ষোভ

শ্রমিকদের অভিযোগ, খাদ্যাভাবে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।TopicsMigrant Workerworkers protestDurgapurdeath of migrant worker

দুর্গাপুরের কারখানায় ভিনরাজ্যের শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল। শ্রমিকদের অভিযোগ, খাদ্যাভাবে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকের।

লকডাউনে আটকে পড়া ভিনরাজ্য থেকে আসা এক শ্রমিকের মডত্যুতে দুর্গাপুরের একটি কারখানা চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত শ্রমিকের নাম সঞ্জয় সিং (৪৬)। তাঁর বাড়ি বিহারের সিওয়ান জেলায়।

মৃত সঞ্জয় সিং ওই কারখানার ক্রেন অপারেটর হিসেবে অস্থায়ী বহাল ছিলেন। মৃত্যুর খবর প্রকাশ পেলে কারখানার প্রধান ফটকে জড় হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন সঞ্জয়ের সহকর্মীরা।

তাঁদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ খাদ্য সরবরাহ না করার জেরেই অপুষ্টিতে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকের। মৃতদেহ ঘিরে ধরে চলতে থাকে প্রতিবাদ। যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে কারখানা কর্তৃপক্ষ।

পরিস্থিতি সামলাতে কারখানায় উপস্থিত হয় পুলিশবাহিনী। শ্রমিকের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.