ঘন কুয়াশা কাটিয়ে স্বস্তি পাচ্ছেই না রাজধানী দিল্লি। গত কয়েকদিনের মতো শনিবারও ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। এদিন সকালে কুয়াশাচ্ছন্ন ছিল দিল্লির রাজঘাট, পঞ্জাবি বাগ প্রভৃতি এলাকা। দিল্লির পাশাপাশি এদিন সকাল ৫.৩০ মিনিট নাগাদ কুয়াশার চাদরে ঢাকা ছিল পঞ্জাব, উত্তর প্রদেশ, বিহারও। এছাড়াও পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশ, সিকিম, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং ওডিশার বিস্তীর্ণ অঞ্চল ঘন কুয়াশা ঢাকা ছিল।
কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারে তলানিতে পৌঁছে যাওয়ায় রাজধানী দিল্লিতে এদিনও ব্যাহত হয়েছে যানবাহন চলাচল। ধীর গতিতে এবং হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি। দেরিতে চলাচল করেছে ১০টি ট্রেন। উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ৩০ জানুয়ারি (শনিবার) দৃশ্যমানতার অভাবে দেরিতে চলাচল করেছে ১০টি ট্রেন। এই ১০টি ট্রেনের মধ্যে রয়েছে পুরী-নয়াদিল্লি স্পেশাল, প্রয়াগরাজ-নয়াদিল্লি স্পেশাল, কামাখ্যা-দিল্লি জংশন স্পেশাল এবং হাওড়া-নয়াদিল্লি স্পেশাল। রাজধানী দিল্লির বাতাস একটি মাত্রাতিরিক্ত দূষিত ছিল। দিল্লির সামগ্রিক এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৭৫, যা খুবই খারাপ।
2021-01-30