করিমপুরে জয়প্রকাশ মজুমদারকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। সাহেবপাড়া স্কুল এলাকায় জমায়েতে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। ছত্রভঙ্গ করা হয় জমায়েত।
করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে প্রথমে বুথে ঢুকতে বাধা। পরে অবশ্য ভিতরে ঢোকেন তিনি।
বিজেপি প্রার্থী জয় প্রকাশ মজুমদারকে ভোটকেন্দ্র থেকে বের করে দিল CRPF জওয়ানেরা।
খড়্গপুর সদরে ভোটদানে নজরদারি চালানোর অভিযোগে উত্তেজনা। ভোটকেন্দ্রের উলটো দিকে আয়না লাগিয়ে নজরদারি চালানোর অভিযোগ।
থানাপাড়ায় বিজেপি এজেন্টকে তুলে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে আধাসেনা।
রাজ্যের তিন কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। কালিয়াগঞ্জ, খড়গপুর ছাড়াও করিমপুরে চলছে ভোটগ্রহন। প্রায় সাড়ে সাত লক্ষের কাছাকাছি ভোটার আজ নিজেদের অধিকার প্রয়োগ করবেন। রাজ্যের অন্যতম কেন্দ্র খড়গপুরেও চলছে ভোটগ্রহণ। সকাল ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিভিন্ন কেন্দ্রে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। টহল দিচ্ছে বাহিনী।