হাড় কাঁপানো শীত উধাও হয়ে গেল শ্রীনগর থেকে। কাশ্মীর উপত্যকার কোথাও কোথাও তাপমাত্রার পারদ হিমাঙ্কের নীচে থাকলেও, কনকনে শীতের আমেজ উধাও হয়ে গিয়েছে। এমতাবস্থায় আগামী শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) কাশ্মীর উপত্যকায় বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস জারি করল স্থানীয় আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫-২৬ ফেব্রুয়ারি মধ্যে কাশ্মীর উপত্যকার কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি ও তুষারপাত হলে ফের নামতে পারে তাপমাত্রা।
বুধবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.২ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ০.১ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে শুন্য ডিগ্রি। কনকনে ঠাণ্ডায় এখনও কাঁপছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। বুধবার লেহ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭.২ ডিগ্রি, কার্গিলে মাইনাস ৭.৪ ডিগ্রি এবং দ্রাসে মাইনাস ৮.৯ ডিগ্রি। জম্মু শহরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি এবং কাটরাতে ১২.৫ ডিগ্রি।
2021-02-24