আত্মপ্রকাশ করল গুগল পিক্সেল ৬ (Google Pixel 6) এবং গুগল পিক্সেল ৬ প্রো (Google Pixel 6 Pro)। যে ফোনের মাধ্যমে গুগলের দীর্ঘকালীন অবস্থানেও কিছুটা পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তন অবস্থানের প্রেক্ষিতে দুই ফোনেই আছে গুগল টেনসর চিপ। তার ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিং আরও ভালো হচ্ছে।
শুধুমাত্র উন্নতমানের হার্ডওয়ারের মাধ্যমে পিক্সেল ৬ সিরিজের ফোনকে বিবেচনা করছে না গুগল। অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের সঙ্গে সুরক্ষা এবং গোপনীয়তা সংক্রান্ত একাধিক আপডেট আছে। আরও উন্নত হয়েছে ক্যামেরা। আপডেট আছে স্পিচ রেকগনিজেশনের ক্ষেত্রেও। সম্পূর্ণ নয়া ইন্টারফেস থাকছে। গুগলের দাবি, একেবারে ব্যক্তিগত স্তরে স্মার্টফোন ব্যবহারের অনুভূতি পাবেন গ্রাহকরা। বিশেষজ্ঞদের মতে, নয়া পিক্সেল ৬ সিরিজের প্রকাশের প্রথমেই গুগল বুঝিয়ে দিয়েছে যে স্যামস্যাং গ্যালাক্সি এস সিরিজ (Samsung Galaxy S series), ভিভো এক্স৭০প্রো (Vivo X70Pro) ও এক্স৭০প্রো+ (X70Pro+) এবং শাওমি এমআই ১১ আল্ট্রার (Xiaomi Mi 11 Ultra) মতো অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে পাল্লা দেওয়া যাবে। একেবারে সরাসরি প্রতিযোগিতা হবে। ট্রেন্ডিং স্টোরিজ
কত দাম পড়ছে?
বর্তমানে আমেরিকায় প্রি-অর্ডার করা হচ্ছে গুগল পিক্সেল ৬ (Google Pixel 6)। দাম পড়ছে ৫৯৯ ডলার (ভারতীয় মুদ্রায় ৪৫,০০০ টাকার বেশি)। ফ্ল্যাগশিপ গুগল পিক্সেল ৬ প্রো’র (Google Pixel 6 Pro) দাম ৮৯৯ ডলার (ভারতীয় মুদ্রায় ৬৭,৫০০ টাকার বেশি)। দাম রাখা হয়েছে। তবে ভারতে সেই ফোন মিলবে বা পিক্সেল ৬ সিরিজের ফোন আরও বেশি দেশে বিক্রি শুরু হবে, সে বিষয়ে গুগলের তরফে এখনও কিছু জানানো হয়নি।