স্কুল-কলেজে সিলেবাস কমানোর ভাবনায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক

করোনা ভাইরাসের সংক্রমনের জেরে বন্ধ রয়েছে স্কুল-কলেজ সহ বিশ্ববিদ্যালয়গুলি। এমতাবস্থায় বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ছাত্র-ছাত্রীদের সিলেবাস কমানোর বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক (HRD Ministry)। মঙ্গলবার একটি টুইট করে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। টুইটারে তিনি লিখেছেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং পিতা-মাতা এবং শিক্ষকদের কাছ থেকে প্রচুর অনুরোধ পাওয়ার পরে, আমরা আগামী শিক্ষাবর্ষের জন্য সিলেবাস এবং নির্দেশিক হ্রাস করার বিকল্প বিষয়টি বিবেচনা করছি।”

প্রসঙ্গত, করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের জেরে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে দেশের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়েরগুলি বন্ধ রয়েছে। জুন মাসের ১ তারিখ থেকে দেশজুড়ে আনলক ফেজ ওয়ান শুরু হলেও খোলা যায়নি শিক্ষাঙ্গনগুলি। ফলে কিভাবে ছাত্রছাত্রীর শিক্ষার বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া যায় এ বিষয়ে ভাবনাচিন্তা শুরু করে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে অভিভাবক-শিক্ষক-শিক্ষিকারা মতামত জানতে চাওয়া হয়।

রমেশ পোখরিয়াল নিশাঙ্ক সম্প্রতি এ বিষয়ে তাদের মতামত পেয়েছে। সেই মতামত পাওয়ার পরেই ছাত্র-ছাত্রীদের সিলেবাস কমানোর ভাবনায় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। তবে এ বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রাজ্য সরকারগুলি সঙ্গে এ বিষয়ে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। তবে সিলেবাস কমানো হচ্ছে সে ব্যাপারে নিশ্চিত দেশের শিক্ষা মহল। কারণ লকডাউনের ফলে দীর্ঘদিন শিক্ষাঙ্গনগুলি বন্ধ থাকার কারণে অনলাইনে ক্লাস নেওয়া শুরু হলেও, তা ছাত্রছাত্রীদের সিলেবাস সম্পন্ন করতে পর্যাপ্ত নয় বলেই মনে করছে রাজ্য সরকারগুলি। একই ভাবনা কেন্দ্রীয় সরকারের। তাই মনে করা হচ্ছে সিলেবাস কমানোর সিদ্ধান্ত দ্রুতই জানিয়ে দেবে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক (Ramesh Pokhrial Nishank)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.