ঝাড়গ্রামে বিজেপির যুবমোর্চার কর্মী জিতেন লোহারের উপরে অত্যাচারের ব্যাপারে রাজ্য সরকারকে চিঠি দিল জাতীয় মানবাধিকার কমিশন। ওই কর্মীর উপরে অত্যাচারের ছবি-সহ মানবাধিকার কমিশনে অভিযোগ জানিয়েছিল বিজেপি। তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ কমিশনের।
বিজেপির অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসিয়ে জিতেন লোহারকে ফাঁসিয়ে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। তারপরে তার উপর নৃশংস অত্যাচার করা হয়।
মেরে তার চামড়া ফাটিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে গোয়াততোড়ের পুলিশ আধিকারিক সুজন রায়ের নাম মানবাধিকার কমিশনকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছিল বিজেপি।
ঘটনার পরে বিজেপির সাংসদ সৌমিত্র খান, নীতীশ প্রামাণিক, জ্যোতির্ময় সিং মাহাতো, সুকান্ত মজুমদার ও জয়ন্তকুমার রাই – এই পাঁচজন জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন। এই অভিযোগ পাওয়ার পরেই তৎপর হয় জাতীয় মানবাধিকার কমিশন।
পুরো ঘটনার কথা জানতে রাজ্যের মুখ্যসচিব ও রাজ্যপুলিশের ডিজিকে নোটিস পাঠায় কমিশন। এই ছবি দিয়ে পুরো ঘটনার বিবরণ চাওয়ার পাশাপাশি অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করে পদক্ষেপ করার কথা বলা হয়েছে কমিশনের চিঠিতে।