২০১৯ থেকে ২০২১এর মধ্যে যারা নতুন ভোটার হয়েছে, তাদের প্রায় সকলেই হয়ত এই ধরনের অপপ্রচারের ফাঁদে পড়ে বোকা বনেছে এবং মনে মনে মোদী বিরোধী হয়ে উঠেছে

নীচের ফলস্ টুইটটি দেখুন। এটি আদতে একটি মিম। এরকম কোনো টুইট নরেন্দ্র মোদী করেন নি। কিন্তু এই মিমটি চলছে সোশ্যাল মিডিয়ায়। এই ধরনের প্রচার এতদযাবৎ চলেছে এবং আগামী লোকসভা নির্বাচনের জন্য এমত অপপ্রচার চলতে থাকবে অনবরত। ট্রাম্পকে হারানোর জন্য এই একই মডেল ব্যবহৃত হয়েছিল এবং এই ফল্লু মডেলের ব্যবহার এদেশেও শুরু হয়ে গিয়েছে। ক্রমশঃ বাড়বে। কি করে বিশ্বাস করবেন যে এটি একটি বানানো মিম, আদতে কোনো টুইট নয়? তার জন্য পাশের টুইটের ছবিটি দেখতে হবে। ওটি আদতেই নরেন্দ্র মোদীর একটি টুইট।‌ মোদীজী টুইট করেন Twitter Web App থেকে, আর মিমটিতে ঐটি হল Twitter for iPhone থেকে। এই সামান্য তফাৎ সাধারণ অধিকাংশ মানুষের চোখে পড়বে না, তাঁরা আদতেই ভাববেন মোদীজী এমন একটি টুইট করেছেন।‌ নেটিজেনদের মধ্যে এই ধরনের প্রচার আজকে এরাজ্যে বিজেপির ৭৫/৮০ আসন পাওয়ার অন্যতম কারণ। ২০১৯ থেকে ২০২১এর মধ্যে যারা নতুন ভোটার হয়েছে, তাদের প্রায় সকলেই হয়ত এই ধরনের অপপ্রচারের ফাঁদে পড়ে বোকা বনেছে এবং মনে মনে মোদী বিরোধী হয়ে উঠেছে। এমত প্রচারের আদত উদ্দেশ্যই মোদীর ভাবমূর্তি হনন।

দেবযানী ভট্টাচার্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.