হরিয়ানাতে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের সরকারের মন্ত্রিসভা দ্বিতীয় ইনিংস শুরু হল৷ শুক্রবার রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল সত্যনারায়ন আর্য ৬জন বিধায়ককে ক্যাবিনেট মন্ত্রী এবং চার বিধায়ককে প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) হিসেবে শপথ বাক্য পাঠ করালেন৷ হরিয়ানায় সরকার গঠনের ১৭ দিন পর এই মন্ত্রিসভার সম্প্রসারণ করা হল৷ এদিন যাঁরা মন্ত্রী হিসেবে শপথ নিলেন, তাঁদের নাম কিছুদিন ধরে আলোচনার মধ্যে ছিল৷ মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার এবং উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতলা গত ২৭ অক্টোবর শপথ গ্রহণ করেন৷ হরিয়ানা মুখ্যসচিব কেশনি আনন্দ অরোরা এদিনের অনুষ্ঠানের সঞ্চালনা করেন৷
এদিন রাজ্যপাল সত্যনারায়ন আর্য আগে আম্বালা ছাবনির বিজেপি বিধায়ক অনিল বিজকে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান৷ এরপর জগাধারির বিজেপির বিধায়ক কানওয়ার পাল, বল্লবগড়ের বিজেপি বিধায়ক মুলচাঁদ শর্মা, রানিয়ার নির্দল বিধায়ক রনজিত সিং চৌতালা, লহরুর বিজেপি বিধায়ক ওমপ্রকাশ দলাল এবং বিজেপি বিধায়ক ডা : বনোয়ারিলাল ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন৷
এছাড়া এদিন চার বিধায়ক প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) হিসেবে শপথ বাক্য পাঠ করেন৷ ক্যাবিনেট মন্ত্রীদের শপথ পাঠের পর রাজ্যপাল সত্যনারায়ন আর্য নারনোল থেকে বিজেপি বিধায়ক ওমপ্রকাশ যাদব, কলায়তের বিজেপির মহিলা বিধায়ক কমলেশ টান্ডা, উকলানার জননায়ক জনতা পার্টির বিধায়ক অনুপ ধানক এবং বিজেপি বিধায়কসন্দীপ সিং শপথ গ্রহণ করেন৷
এদিন যাঁদের শপথ গ্রহণ হয়, তাঁদের মধ্যে বিজেপির ৫ জন ক্যাবিনেট মন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) হিসেবে শপথ বাক্য পাঠ এবং জননায়ক জনতা পার্টির (জেজেপি) একজন প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) হিসেবে মন্ত্রিসভায় ঠাঁই পেলেন৷ এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতলা ছাড়াও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কৃষ্ণপাল গুজ্জার, রতনলাল কোটারিয়া, হরিয়ানার বিজেপি নির্বাচনী প্রভারি কেন্দ্রীয়মন্ত্রী নরেন্দ্র সিং তোমার, বিজেপির রাজ্য বিজেপি সভাপতি সুভাষ বরালা, বিজেপির সংগঠন মন্ত্রী সুরেশ ভট্ট, জননায়ক জনতা পার্টির সভাপতি নিশান সিং সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন৷
2019-11-14