আগামী ১২ ডিসেম্বর কর্ণাটক ও উত্তরপ্রদেশে একটি করে শূন্য রাজ্যসভা আসনে উপনির্বাচনের হবে বলে শুক্রবার ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন।
এদিন নির্বাচন কমিশন জানিয়েছে, কর্নাটকে একটি আসন এবং উত্তরপ্রদেশের একটি রাজ্যসভার আসন শূন্য হয়েছে। সেই আসনে আগামী ১২ ডিসেম্বর নির্বাচন হবে। দুটি আসনেরই সাংসদ ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন। এদিন নির্বাচন কমিশনে এক বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করে। কর্ণাটকের কংগ্রেসের রাজ্যসভার সাংসদ কেসি রামমূর্তি গত ১৬ অক্টোবর ইস্তফা দিয়েছেন। তিনি বর্তমানে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। তাঁর এখনও আড়াই বছর মেয়াদ রয়েছে। আবার উত্তরপ্রদেশে রামপুর বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করে বিধায়ক হয়েছেন সমাজবাদী পার্টির আজম খানের স্ত্রী ডা: তাজিন ফতিমা। তিনি গত ৩ নভেম্বর রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন।
2019-11-14