সেবাই ধর্ম – ন্যাশনাল মেডিকোজ -এর উদ্যোগে পশ্চিমবঙ্গে ১০৫ টি স্বাস্থ্য শিবির – উপকৃত ১২০৩৭ মানুষ

গত ১৫ই সেপ্টেম্বর ২০১৯, ন্যাশনাল মেডিকোজ দ্বারা পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত ১০৫ টি স্বাস্থ্য কেন্দ্রে ১২০৩৭ জনের বেশি দরিদ্র শ্রেণীর রোগীদের নিঃশুল্ক ডাক্তারি পরীক্ষা করা হয়েছে ও প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়েছে।

এই কার্যক্রমে ৩২৭ জন ডাক্তার সহ বহু স্পেশালিস্ট, সুপার স্পেশালিস্ট, দন্ত চিকিৎসক, চক্ষু চিকিৎসক ইত্যাদি অনেকেই অংশগ্রহণ করেছেন। অনেক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের নিঃশুল্কে চোখের পরীক্ষা ও চশমা বিতরন করা হয়েছে।

এই কার্যক্রম পশ্চিমবঙ্গের ন্যাশনাল মেডিকোজ সংস্থার সেবা ভাবের এক নিদর্শন, যেখানে ডাক্তারেরা স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতার উদযাপন ও প্রচারের মাধ্যমে এই অনুষ্ঠান পালন করলেন। স্বামী বিবেকানন্দ চিকাগো ভাষনে সারা বিশ্বকে ভারতীয়তা ও আধ্যাত্মিকতার বার্তা দিয়েছিলেন। এই যাত্রার নামকরন ভগিনী নিবেদিতার নামের ওপরে রাখা হয় “ভগিনী নিবেদিতা স্বাস্থ্য সেবা যাত্রা”।

ন্যাশনাল মেডিকোজ সংস্থার সাথে যোগাযোগ করলে জানা যায়, তারা এই কার্যক্রম প্রত্যেক বছর পালন করবেন ও তারা স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে সমাজের সেবা চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। পশ্চিমবঙ্গে প্রথম এই একদিবসীয় ১০৫ টি স্বাস্থ্য কেন্দ্রে একসাথে কার্যক্রম অনুষ্ঠিত হয় ও যা বেশ দুর্লভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.