বিজেপি করায় ১০০ দিনের কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে এলাকার মানুষকে। এই অভিযোগ তুলে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের সাত নম্বর গ্রাম পঞ্চায়েতের কুমারপুর গ্রামের।
অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের পর ওই গ্রাম সংসদে জেতে বিজেপি, আর গ্রাম পঞ্চায়েত যায় তৃণমূলের দখলে। আর তারপর থেকেই ওই সংসদে সেভাবে কোনও কাজ করতে দিচ্ছে না পঞ্চায়েতের প্রধান সহ ওখানকার তৃণমূল নেতৃত্ব। সেই রকমই ৭ তারিখ থেকে ৯ তারিখ তিনদিনের ১০০ দিনের কাজের মাস্টার রোল বের হলেও, এলাকার মানুষ কাজে গেলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, এরকমই অভিযোগ স্থানীয় মানুষদের। আর তারই প্রতিবাদে কেশপুর মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। যদিও পরে কোতোয়ালী থানার পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে দেয়।