‘আমার মতে আমাদের আসল মূলধন এই কর্মীরাই। তাঁদের যে করে হোক রক্ষা করতে হবে।’
কোভিডে কর্মীদের মৃত্যু হলে সেক্ষেত্রে পরিবারের পাশে দাঁড়ানো হবে। দু’বছরের বেতন দেওয়া হবে। সেইসঙ্গে স্নাতক স্তর পর্যন্ত সন্তানের শিক্ষার দায়িত্ব নেওয়া হবে। শনিবার এমনই ঘোষণা করলেন বোরোসিল-এর ম্যানেজিং ডিরেক্টর শ্রীভর খেরুকা।
বোরোসিল কর্তা জানান, করোনায় তাঁদের সংস্থার চার কর্মী প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। কর্মীদের মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেন বোরোসিল এমডি।
তিনি জানান, এই শোকের কোনও সান্ত্বনা হয় না। কিন্তু, পরিবারকে যতটা সাহায্য করা যায়, তা করতে প্রস্তুত তাঁরা। সন্তানের স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনার খরচের ভার নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
পাশাপাশি তিনি বলেন, ‘আমার মতে আমাদের আসল মূলধন এই কর্মীরাই। তাঁদের যে করে হোক রক্ষা করতে হবে।’মে মাসের শুরুতেও করোনা পরিস্থিতি তুঙ্গে ভারতে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের গণ্ডি ৪ লক্ষ পার করেছে। পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি। এমন পরিস্থিতিতে বোরোসিলের এই প্রচেষ্টা কর্মীদের প্রতি দায়বদ্ধতার এক নজির বলে মনে করছেন অনেকেই।
এর পাশাপাশি প্রত্যেকের জীবন বিমার গুরুত্বও তুলে ধরেছেন এক টুইটার ব্যবহারকারী। পরিবারের কথা মাথায় রেখে অল্প বয়স থেকেই জীবনবিমা করার পরামর্শ দেন তিনি।