কলকাতা- কী বলছে সোমবারের বাজার দর? বাজার গিয়ে কত খসবে পকেট থেকে? জেনে নিন সপ্তাহের প্রথম দিনের বাজারের দরদাম।

সবজি

জ্যোতি আলু – ১২-১৪ টাকা প্রতিকিলো,
পিঁয়াজ – ৩২ – ৪০ টাকা প্রতিকিলো,
আদা –২৪২ – ৩২০ টাকা প্রতিকিলো,
নতুন আদা – – ১৬০ – ২৪০ টাকা প্রতিকিলো,
পটল – ৪০-৪২ টাকা প্রতিকিলো,
ঢ্যাঁড়শ – ৩৫-৫০ টাকা প্রতিকিলো,
কুমড়ো – ১৫-১৮ টাকা প্রতিকিলো,
উচ্ছে – ৩৫-৪০ টাকা প্রতিকিলো,
ঝিঙে – ৪০-৫০ টাকা প্রতিকিলো,
বেগুন – ৫৫-৬০ টাকা প্রতিকিলো,
টমেটো – ৩৭-৪০ টাকা প্রতিকিলো,
লঙ্কা – ৪০-৫০ টাকা প্রতিকিলো,
বিট — ৩০ – ৪০ টাকা প্রতিকিলো,
গাজর — ৪০ – ৪৫ টাকা প্রতিকিলো,
বাধা কপি — ৩৫- ৪০ টাকা প্রতিকিলো,
ফুল কপি প্রতি পিস ১৬- ৩০ টাকা,
বরবটি — ৩৬ – ৪৬ টাকা প্রতিকিলো,
করলা — ২৪ – ৩৪ প্রতিকিলো,
লাউ — ১৬ – ২৬ টাকা প্রতিকিলো।

বৃষ্টি ও জোগান কম থাকায় সবজি বাজার উর্ধমুখী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.