যেন গিলে খেতে আসছে, মহামারীর মধ্যেই ভয়াবহ ঝড়ের ছবি ভাইরাল

একদিকে মহামারী। অন্যদিকে প্রকৃতির রোষ। এক ভয়াবহ ছবি দেখা গেল পূর্ব আফ্রিকায় (East Africa)। নাইগারের আকাশে সেই দৃশ্য দেখে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।

দেখে মনে হয় যেন সব কিছু ধ্বংস হয়ে যাবে এখনই। ঝড়টি বালির ঝড়। যে কিনা পর্বত সমান উচ্চতা নিয়ে ধেয়ে এসেছে। ঢেকে যাচ্ছে বাড়ি, ঘর, রাস্তা সব

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখা হয়েছে একলক্ষ বারেরও বেশি। পূর্ব আফ্রিকার এই অংশে মাঝে মাঝেই তীব্র আকার ধারণ করে বালির ঝড়। যে কারণে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এখানকার মানুষ বেশ আতঙ্কেই থাকেন।

https://www.facebook.com/watch/?ref=external&v=271117537393630

এই সময়কার ঋতুকে বলা হয় হারমাত্তান। ট্যুইটারে আরও একটি ভয়নাক ছবি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, আকাশের রং হয়েছে রক্তের মতো লাল। আসলে বালির ঝড়ের কারণে সূর্যের আলো মিলেমিশে এমন এক ভয়ানক রঙ ধারণ করেছে প্রকৃতি। ভারতেও এই বালুঝড়ের দেখা মেলে রাজস্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.