দীপাবলিতে বাজি ফাটান যত খুশি, মোদী সরকার লঞ্চ করল কম দূষণ হওয়া ক্র্যাকারস

বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী ডঃ হর্ষবর্ধন শনিবার বলেন, এইবার দীপাবলিতে দেশ জুড়ে কম দূষণ সৃষ্টি করা বাজি উপলব্ধ থাকবে, যেটা পরিবেশের অনুকূল হবে। ডঃ হর্ষবর্ধন অনুসন্ধান ভবনে প্রেস কনফারেন্স করে বলেন, ২০১৭ সালে সুপ্রিম কোর্টের তরফ থেজে বাজি পোড়ান নিষিদ্ধ করেছিল। আর তখন থেকেই কম দূষণ মুক্ত বাজি তৈরি করার কথা ভাবা হচ্ছিল।

আর সেই দিশাতে কাজ করে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিল (CSIR) গ্রিন ক্র্যাকারস (green crackers) বানানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উনি বলেন, CSIR বাজির ব্যাপারে ফর্মুলেশনের পর বাজি উতপাদকরাও এভাবে বাজি বানায়, আর বাজি উৎপাদকের সাথে প্রায় ২৩০ টি সহমতি পত্র আর ১৬৫ নন ডিসক্লোজার এগ্রিমেন্টে স্বাক্ষর করা হয়।

এই অবসরে CSIR এর মহানির্দেশক ডঃ শেখর সি মান্দে বলেন, CSIR এর কাছে গ্রিন ক্র্যাকারস এর ফর্মুলেশন তৈরি করা আর দূষণ মুক্ত বাজি তৈরি করা খুব চ্যালেঞ্জিং ছিল। আমাদের লক্ষ্য ছিল এমন বাজি তৈরি করা, যেটা পরিবেশকে সবথেকে কম ক্ষতি করবে। CSIR গ্রিন ক্র্যাকারস এর বেঞ্চমার্কের জন্য টেকনোলজি আর নীতিগত হস্তক্ষেপের মাধ্যমে সহযোগিতা করে, আর দীর্ঘদিন ধরে চলে আসা বাজি তথা গ্রিন ক্র্যাকারস এর দূষণের মাত্রা পরীক্ষা করে।

গ্রিন ক্র্যাকারস এর সমন্ধ্যে CSIR প্রধান বৈজ্ঞানিক ডঃ সাধনা রায়ালু আর ওনার টিম জানায়, এই বাজি চিহ্নিত করার জন্য NEERI এর গ্রিন লোগো আর QR বসানো হবে। এই কোড গুলোর পরীক্ষার পর এই বাজি আসল কিনা জানা যাবে। গ্রিন ক্র্যাকারস সমন্ধ্যে কোন তথ্যের জন্য মন্ত্রালয় দাঁরা জারি করা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যেতে পারে। এছাড়াও ইমেল আইডি [email protected] তেও যোগাযোগ করতে পারেন। সরকারের তরফ থেকে জারি করা হেল্পলাইন নম্বর গুলো হল, +918617770964 আর +919049598046।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.