রাজ্যে শীতের ইনিংস জারি। তাপমাত্রা সামান্য বাড়লেও স্বাভাবিকের নিচেই থাকবে পারদ। নতুন বছরের শুরুতেই তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। ৩ ও ৪ জানুয়ারি তুষারপাতের সম্ভাবনা প্রবল দার্জিলিংয়ের (Darjiling) পার্বত্য এলাকায়। সামান্য তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ বজায় থাকবে আগামী কয়েকদিন। বর্ষবরণের দিন বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। দুপুরের পর পশ্চিমের দুয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে।কলকাতা সহ রাজ্যের সর্বোচ্চ শুষ্ক আবহাওয়া। বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।
পশ্চিমী ঝঞ্ঝায় তাপমাত্রা খুব একটা বাড়বে না। শীতের আমেজ বজায় থাকবে রাজ্যজুড়ে। উত্তরবঙ্গে (North Bengal) ঘনকুয়াশার পূর্বাভাস। কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ। সকালের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ডিগ্রী কম। ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের তিন ডিগ্রি ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতা ৫৩ থেকে ৯৫ শতাংশ।