এই নিষ্প্রাণ দেহটাতে নেই কোনো ভালবাসার ছাপ, অর্থহীন রিক্ত জীবনটাতে অর্নিদিষ্ট কালের অভিশাপ। দুই চোখে ধোঁয়া আর ধোঁয়া হৃদয়ে পড়েনি তার আঁচ , প্রতিফলন বেচে দেওয়া – মৃত্যুর মুখ মোড়া সেই কাঁচ। দুর্লভ নিঃস্বার্থ এই জীবনে অকেজো স্বপ্ন অচেতন, স্বর্গ সুখের খোঁজে ফিরে শেষ মেশ মৃত‍্যুকে আলিঙ্গন। অবাঞ্ছিত মায়াবী কোনো ছায়াRead More →

আমার কিছু কষ্ট আছে। কষ্ট নিয়েই আমি বাঁচি। মন কে বলি রোজ সকালে বেশ তো আছি, ভালই আছি। মাঝে মাঝে ফাগুন হাওয়া কেমন যেন ডাক দিয়ে যায়, পাগলা মন কে শাসন করে ফেরাই তাকে পূবালী বায়। আমার মতো অনেক যারা উল্টো হাওয়ার পাগলাক্ষ্যাপা, দুঃখ যাদের জীবন গাথা কষ্ট দিয়ে জীবন মাপা!Read More →