গুজরাটে রাসায়নিক কারখানায় আগুন, ঘটনাস্থলে ১৫ টি ইঞ্জিন
গুজরাটের (Gujarat)আনন্দে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন।রবিবার ভোরে এই আগুনলাগে. খবর পাওয়া মাত্রইদমকলের তরফ থেকে ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিতহয়। এদিনভোরের দিকে আনন্দ জেলারখাম্ভাটে একটি রাসায়নিক কারখানারভেতর থেকে ঘন কালোধোঁয়া এবং আগুনের লেলিহানশিখা বেরোতে দেখা যায়। এইসবদেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে দমকল এবংপুলিশকে খবর দেয়।ঘটনাস্থলে আসে দমকলের প্রতিদিন১৫ টি ইঞ্জিন।অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য ওই কারখানারআশেপাশে থাকা স্থানীয়দের নিরাপদদূরত্বে সরিয়ে আনে পুলিশ। গোটাএলাকার সিল করে দেওয়াহয়।শেষখবর পাওয়া পর্যন্ত আগুননেভানোর কাজ চলছে।কারখানার ভেতরে দাহ্য পদার্থবিপুল পরিমাণে থাকার কারণে এইআগুন ছড়িয়ে পড়েছে। যদিওএখনো পর্যন্ত কারণ হতাহতের কোনোখবর নেই। Read More →