লাল সুরকির রাজা আলকারাজ়, পাঁচ সেটের লড়াইয়ে জ়েরেভকে হারিয়ে জিতলেন প্রথম ফরাসি ওপেন
2024-06-10
লাল সুরকির রাজা কার্লোস আলকারাজ়। অবশেষে ফরাসি ওপেন জিতলেন তিনি। ফাইনালে পাঁচ সেটের লড়াইয়ে হারালেন জার্মানির আলেকজ়ান্ডার জ়েরেভকে। পুরুষদের তৃতীয় ও চতুর্থ বাছাই তারকার মধ্যে টান টান খেলা হয়। এক সময় ২-১ সেটে এগিয়ে গিয়েছিলেন জ়েরেভ। কিন্তু ছাড়ার পাত্র ছিলেন না আলকারাজ়। চতুর্থ ও পঞ্চম সেট জিতে খেলা নিজের নামেRead More →