অতীত ইতিহাসের দিকে তাকালেই বাংলার শেষ হিন্দু রাজা হিসাবে যার খোঁজ মেলে তিনি লক্ষ্মণ সেন। হলায়ুধ, ধোয়ী, শরণদের নিয়ে কাব্য চর্চা করে দিন কাটছিল তার। কবি জয়দেব পরে রাজ সভায় যোগদান করে সভার শ্রীবৃদ্ধিতে সহায়ক হন। জয়দেব গোস্বামী রচিত গীতগোবিন্দম্ বঙ্গসংস্কৃতির অঙ্গনে একটা পরিবর্তন প্রায় নিঃশব্দে এনে দেন। বাংলা ঘেঁষাRead More →