রবীন্দ্রভারতীতে মহাপাপের আসল অপরাধী কারা
রবীন্দ্রনাথের গান্ধারীর আবেদন কবিতায় অনিষ্ট অনার্য দুর্যোধনকে শাস্তি দিতে বলেছিলেন গান্ধারী স্বামী ধৃতরাষ্ট্রকে। বলেছিলেন, ‘শুধু অধর্মের মধুমাখা বিষফুল তুলি/আনন্দে নাচিছে পুত্র; স্নেহমোহে ভুলি/ সে ফল দিয়ো না তারে ভোগ করিবারে; কেড়ে লও, ফেলে দাও কাঁদাও তাহারে’। আজ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের লজ্জাজনক ঘটনার পরে রবীন্দ্রনাথ ঠাকুরের ওই পঙ্ক্তি দুটি বারবার মনে আসছে।Read More →