মিগ-২১ উড়িয়ে ফের আকাশে অভিনন্দন, ককপিটে সঙ্গী বায়ুসেনা প্রধান
মিগ-২১ উড়িয়ে ঢুকে গিয়েছিলেন পাক সীমান্তে। পাকিস্তানের অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন পুরনো মিগ দিয়েই। সেই সাহসিকতারই পুরস্কার স্বরূপ ৭৩তম স্বাধীনতা দিবসে ‘বীরচক্র’ সম্মান পেয়েছেন ভারতীয় বায়ুসেনার লড়াকু উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। দীর্ঘ সময় পেরিয়ে আবারও ককপিটে বসলেন অভিনন্দন। সেই পুরনো মিগেই। তবে এ বার তাঁর সঙ্গী বায়ুসেনা প্রধানRead More →