প্রকৃতির নিয়মে শীত যখন দুয়ারে কড়া নাড়ে- মনে পড়ে বাঁক বোঝায় ধানের পিছনে দৌড়ানোর কথা, ধুলো পথে ধানবোঝাই গরুর গাড়ির মৃদুমন্দ গতি,গরুর পায়ের ছিটানো ধুলো আর তার পিছনে ছুটছি আমরা আদূল গায়ে ধূলা মাখা প্যান্ট পরে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ে ঝরা ধানের শীষ কুড়িয়ে বাড়ি বাড়ি ফিরে মায়ের বকুনিRead More →