বৃষ্টির জলে ডুবল সোনাজয়ী শুটারের অ্যাকাডেমি, নষ্ট ১ কোটি ৩০ লক্ষ টাকার সরঞ্জাম
2020-10-17
গত কয়েকদিনের প্রচণ্ড বৃষ্টিতে বানভাসি দক্ষিণ ভারতের একাংশ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হায়দরাবাদ (Hyderabad)। গোটা শহর জলমগ্ন। রেহাই পেল না ভারতীয় শুটার গগন নারাংয়ের (Gagan Narang) শুটিং অ্যাকাডেমিও। সেখানকার গুদামে জল ঢুকে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হল একাধিক ক্রীড়াসরঞ্জাম। যার মধ্যে রয়েছে একাধিক রাইফেলও। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ এক কোটি ৩০ লক্ষ টাকা। সেকেন্দ্রাবাদেরRead More →