মানুষকে ঠকানোর বিদ্যায় পিএইচডি করেছে কংগ্রেস, দাবি মোদীর
2019-04-16
কয়েকদিন আগেই ছত্তিসগড়ে মাওবাদী হানায় নিহত হয়েছেন বিজেপির বিধায়ক ভীমা মাণ্ডবী ও চার নিরাপত্তারক্ষী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিসগড়ের কোরবায় ভোটের প্রচারে গিয়ে বললেন, কংগ্রেস ক্ষমতায় আসতেই উৎসাহ পেয়েছে মাওবাদীরা। তাঁর কথায়, কংগ্রেসের উদ্দেশ্য ভালো নয়। তার নীতিগুলোও ভুল। মোদীর দাবি, মানুষকে ঠকানোর বিদ্যায় পিএইচডি করেছে কংগ্রেস। মোদীর প্রশ্ন, এটাRead More →