ফের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের
মহামারীর পরিস্থিতির মধ্যেও নিজের অভ্যাসথেকে সরে আসেনি পাকিস্তান। রবিবারসকালে জম্মু ও কাশ্মীরেরপুঞ্চ এ নিয়ন্ত্রণ রেখালাগোয়া ভারতীয় সেনা ছাউনিগুলিকে লক্ষ্যকরে অবিরাম ধারায় গোলাবর্ষণকরতে থাকে পাকিস্তান।এমনকি বাদ পড়েনি সীমান্তবর্তীএলাকায় থাকা ভারতের গ্রামগুলিও। ছোট,মাঝারি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করারপাশাপাশি চলে মর্টার শেলিংও। সেনাবাহিনীরসূত্রে জানা গিয়েছে পুঞ্চএর শাহপুর, কিরনি, কসওয়ায় থাকাসেনা ছাউনি এবং গ্রামগুলিকেলক্ষ্য করে গোলাবর্ষণ করেপাকিস্তান। পাল্টাযোগ্য জবাব দেয় ভারত।গ্রামবাসীদেরনিরাপদ আশ্রয় নিয়ে যাওয়াহয়েছে। এদিনসকাল সাড়ে সাতটা নাগাদপ্রথম গোলাবর্ষণ করে পাকিস্তান। উল্লেখ করা যেতেপারে সম্প্রতি পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে একসাংসদ দাবি করেছেন যেঅভিনন্দন বর্তমান বন্দি থাকার সময়চিন্তায় ছিল পাকিস্তান প্রশাসন। সেইসময় পাকিস্তান আশঙ্কা প্রকাশ করেছিলযে অভিনন্দনকে যদি ছেড়ে নাদেওয়া হয় তবে ভারতযেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে।Read More →