‘জেড প্লাস না থাকলে খুন হতেন দিলীপ’, কমিশনে জানালেন জয়প্রকাশ
গতকাল দিলীপ ঘোষের কনভয়ের উপর হামলা হয়েছে, আজ বিচার চেয়ে কমিশনে গেল বিজেপি। বুধবার নির্বাচন কমিশনের অফিস থেকে বেরিয়ে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার কটাক্ষ করেন, ”সিইও-তে পুলিস রিপোর্ট এসেছে, তা তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে তৈরি হয়েছে।” জয়প্রকাশ এদিন আরও বলেন, ”আক্রমণের বিবরণ জানিয়েছি। নারকীয় আঘাত হয়েছে গণতন্ত্রের ওপর।” তাঁর অভিযোগ, ”কালRead More →