কাটছে জট! নতুন কোম্পানি গঠন করে আইএসএলের বিড পেপার তুলল ইস্টবেঙ্গল
2020-09-09
আইএসএলে খেলার দিকে আরও একধাপ এগোল ইস্টবেঙ্গল (East Bengal)। মঙ্গলবার রাতে ISL খেলতে বিড পেপার তুলেছে লাল–হলুদ। ক্লাব এবং তাদের নতুন বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট যৌথভাবে এই বিড পেপার তুলেছে। এজন্য নতুন কোম্পানি গঠন করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন।’ জানা গিয়েছে, এদিন অনলাইনে পাঁচ লক্ষ টাকাRead More →