ভোটের আগে ঘাস ফুল ছেড়ে পদ্ম ফুলে যোগ দিলেন ১০০ তৃণমূল কর্মী সমর্থক
2019-03-29
ভোটের আগেই দল বদলের পালা। তৃণমূলে ভাঙন অব্যহত।সামনেই লোক সভা ভোট। তার আগেই গেরুয়া শিবিরের শক্তি বাড়িয়ে উত্তর ২৪ পরগণার গোপালনগরে ১০০ জন তৃণমূলকর্মী যোগ দিলেন বিজেপিতে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জেলা বিজেপির সহ সভাপতি দেবদাস মন্ডল ও শান্তনু ঠাকুর। সূত্রের খবর, শাসক দলের দুর্নীতি ও গোষ্ঠী দ্বন্দ্বেরকারণেই এই ভাঙন। গোপালনগর ১ নম্বর ও ২নম্বর পঞ্চায়েতের ওই ১০০ জনকর্মীRead More →