এবার বিজেপির প্রার্থী তালিকায় দল বদল করা নেতাদের ভিড় চোখে পড়ার মত। আর সেই তালিকায় প্রথমের দিকেই নাম রয়েছে সৌমিত্র খাঁ’র। তৃণমূলের সাংসদ থাকা অবস্থাতেই দলবদল করেছেন তিনি। আর তাঁকে গ্রহণ করে টিকিটও দিয়েছে বিজেপি। যদিও মামলার জেরে বিষ্ণুপুরে ঢুকে প্রচার করতে পারছেন না তিনি, তবে ব্রিগেডের মঞ্চ থেকে বার্তাRead More →