দূরপাল্লার ট্রেন। দুলুনিতে রাতে তন্দ্রা মতো এসে গিয়েছে। কিন্তু হঠাত্ই ফোন বেজে উঠল। নিচের বেডের যাত্রীর। শুরু হল ফোনে গল্প। ব্যাস, ঘুমের দফারফা। তার উপর ওপাশের বাঙ্কে ফোনে সিনেমা দেখছেন আরেকজন। হেডফোনের বালাই নেই। ট্রেনে যাঁরা দূরপাল্লার যাত্রা করেছেন, তাঁদের একবার না একবার এই পরিস্থিতিতে পড়তেই হয়েছে। সেই দিকেই এবারRead More →