বিরোধীরা জানে হেরে যাবে, তাই আমাকে গালি দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে : মোদী
2019-05-14
মঙ্গলবারই কংগ্রেসের মণিশংকর আয়ার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন ‘নীচ আদমি’। তার কয়েক ঘণ্টা বাদে মোদী ভাষণে বললেন, বিরোধীরা জানে তারা জিততে পারবে না। তাই তারা আমাকে গালি দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে। ছ’দফা ভোটের পরে দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছে। তাই বিরোধী নেতারা রেগে উঠেছেন। এদিন বিহারের বক্সারে জনসভা করেন প্রধানমন্ত্রী।Read More →