মসজিদের তলায় মন্দির, ইন্দিরা জানতেন সেই সাতাত্তরেই
১৯৭৬-৭৭ সালে বাবরি মসজিদের নীচে কী রয়েছে তা জানার জন্য, প্রথমবার খনন কাজ শুরু করেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (ASI) ডিরেক্টর বিবি লালের নেতৃত্বে প্রত্নতত্ত্ববিদদের তিন জনের একটি দল। ওই দলে ছিলেন কে কে মহম্মদ। যিনি একজন মুসলিম পরিবারের সন্তান এবং বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ। তিনিই সার্ভে রিপোর্টে প্রথম জানান, বাবরি মসজিদেরRead More →