চাঁদের আলোকিত দিকেও রয়েছে জল, নাসার গবেষণায় মিলল তথ্য
চন্দ্রযান ১ মিশনে প্রাপ্ত তথ্য থেকে প্রথম চাঁদে জলের অস্তত্ব নিশ্চিত করে ভারত। শুধু আঁধারে ঘেরা দিকে নয়, চাঁদের আলোকিত দিকেও মিলেছে জলের অস্তিত্ব। সোমবার এখবর জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। স্ট্র্যাটোস্ফোয়ারিক অবজারভেটরি ফর ইরফ্রারেড অ্যাস্ট্রোনমির গবেষণায় এই তথ্য মিলেছে বলে জানিয়েছে তারা। নাসার তরফে জানানো হয়েছে, পৃথিবী থেকে দৃশ্যমানRead More →