চন্দননগর থেকে দ্রুতগামী জলযান পরিষেবা আজ আনুষ্ঠানিকভাবে শুরু হল
2020-07-02
চন্দননগর (Chandannagar) থেকে দ্রুতগামী জলযান পরিষেবা আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। চন্দননগর পৌরনিগমের প্রশাসক স্বপন কুন্ডু জানান, জানান, হুগলী জেলায় এই ধরনের দ্রুতগামী জলযান পরিষেবা প্রথম চালু হলো। এরফলে পর্যটকদের সুবিধা হবে। চন্দননগর সহ জেলার বিভিন্ন স্থানের মানুষের জরুরী প্রয়োজনে দ্রুত কলকাতা পৌঁছতে সুবিধা হবে। উল্লেখ্য দ্রুতগামী এই জলযান চন্দননগর রাণীRead More →