পরিচয় হোক বঙ্গবীর প্রতাপ আদিত্যের সঙ্গে:
2019-04-21
বিদ্যাসুন্দর কাব্যের সূচনায় এভাবেই বঙ্গবীর প্রতাপ আদিত্যের পরিচয় করিয়েছেন রায়গুণাকর ভারতচন্দ্র। চিতোরের মহারাণা প্রতাপ, বা মহারাষ্ট্রের শিবাজী মহারাজের মতই বঙ্গের প্রতাপাদিত্যের কথা লিখিত থাকার কথা স্বর্ণাক্ষরে, বাঙালির মননে। কিন্তু ইতিহাস লিখিত হয়েছে বিজেতাদের দ্বারা, তাই বিজিত প্রতাপাদিত্য সেই সম্মান হয়তো পাননি আমাদের কাছ থেকে। কিন্তু বৈদেশিক শাসনমুক্ত বাংলার স্বপ্ন তিনিRead More →