নমন ১৮৫৭।উত্তরপ্রদেশের বিঠুর।ছোট গ্রাম। ঐতিহাসিক সেই কেল্লা আজও সাক্ষী হ’য়ে দাঁড়িয়ে আছে। যেখানে রুটি আর পদ্ম ফুল নিয়ে স্বাধীনতার যুদ্ধের সংকল্প করেছিলেন তাঁতিয়া টোপি,বাহাদুরশাহ জাফরের মত যোদ্ধারা। সেই স্থানেই অনুষ্ঠানের যোজনা করলেন তিনি। প্রতিকূলতা, প্রতিবন্ধকতা কে জয় ক’রে অনুষ্ঠান সফল করাই তার লক্ষ্য। তার জন্য নিলেন সংকল্প।সারা দেশ থেকে স্বাধীনতাRead More →