তাঁর মৃত্যুর জন্য স্ত্রী দায়ী। স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেও ওড়িশার এক যুবক। শনিবার খুর্দার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রামচন্দ্র বারজেনা। তিনি কুম্ভরবাস্তার বাসিন্দা। মৃত্যুর আগে তিনি একটি ভিডিয়ো করেন। ভিডিয়োবার্তায় স্ত্রী রূপালিকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করে গিয়েছেন রামচন্দ্র। আত্মহত্যায়Read More →