ঠাণ্ডায় কাঁপছে বঙ্গভূমি, কলকাতায় ৩ ডিগ্রি নামল পারদ
একেই বলে হাড় কাঁপানো শীত| বাধাহীনভাবে বঙ্গে প্রবেশ করছে উত্তুরে হাওয়া, ফলে শীতের দাপট বাড়ছে| কলকাতায় বুধবার এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ, এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন| ৩ ডিগ্রি নামার পর কলকাতার পারদ নেমেছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে| এই মরশুমে এর আগে তাপমাত্রা নেমেছিল ১৫.৯ ডিগ্রিতে| বহু দিনের প্রতীক্ষার পরRead More →