‘তোমাদের পাশে আছি’, এসএসসির অনশনকারীদের চিঠি দিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়
পঁচিশ দিনে পড়েছে অনশন। শঙ্খ ঘোষ থেকে বিভাস চট্টাপাধ্যায়, মন্দাক্রান্তা সেন, বাদশা মৈত্রের মতো ব্যক্তিত্বরা বিভিন্ন সময়ে সমর্থন জানাতে ছুটে এসেছেন চাকরির দাবিতে এসএসসি অনশনকারীদের কাছে। এবার সেই তালিকায় যোগ দিলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। শঙ্খবাবুর মতোই চিঠি লিখে তিনি স্কুল সার্ভিস কমিশনের অনশনরত চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ালেন। রবিবার কলকাতাRead More →