সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অ্যামাজন   ইন্ডিয়ারপ্রধান অপর্ণা পুরোহিত। ‘তাণ্ডব’ ওয়েব সিরিজ মামলায় শুক্রবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, অপর্ণাকে গ্রেফতার করা যাবে না। তবে তদন্তে তাঁকে পূর্ণ সহযোগিতা করতে হবে। ‘তাণ্ডব’ ওয়েব সিরিজ মামলায় অপর্ণার বিরুদ্ধে মামলা চলছিল এতদিন।তাঁর জামিনের আবেদন আগেই খারিজ করে দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট।আজ,শুক্রবার শীর্ষ আদালত তার রায়ে জানিয়েছে,অপর্ণা পুরোহিতকে গ্রেফতার করা যাবে না।তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে আমাজন প্রাইম ইন্ডিয়ার কর্ণধারকে। আজ শীর্ষ আদালতের বিচারপতি অশোক ভূষণ বলেছেন,কেন্দ্র যে বিধিগুলো দেখাচ্ছে সেগুলো নির্দেশিকা মাত্র,ডিজিটাল প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তেমন কোনও বিধান নেই।আদালত তার নিয়ম মেনেই চলছে।কেন্দ্রীয় সরকারকে আরও পোক্ত প্রমাণ পেশ করতে হবে। ওটিটি প্ল্যাটফর্ম‘অ্যামাজন প্রাইম-এ‘তাণ্ডব’ওয়েবসিরিজ মুক্তি পাওয়ার পরে আক্ষরিক অর্থেই তাণ্ডব শুরু হয় সারা দেশজুড়েই।সেখানে হিন্দু দেবদেবীদেরঅপমান করা হয়েছে ।    সেইসঙ্গেএই ওয়েব সিরিজে বলা হয়েছে যে ইউপি পুলিশ মুসলমানদের একটি ভুয়া এনকাউন্টার করছে।এটি প্রচার করে ইউপি সরকারকে অপমান করার চেষ্টা করা হয়েছে। যার জন্য ওটিটি প্ল্যাটফর্মের ‘কনটেন্ট চিফ’অপর্ণার বিরুদ্ধে এফআইআর দায়ের করে যোগী আদিত্যনাথের পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশের তরফেএফআইআর দায়ের করা হয়। অভিনেতা মহম্মদ জিশান আয়ুব, পরিচালক আলি আব্বাস জাফর, লেখক গৌরবসোলাঙ্কি, প্রযোজকRead More →