তৃতীয় পর্ব কোথায় অবন্তিপুরী; নির্বিন্ধ্যা তটিনী; কোথা শিপ্রানদীনীরে হেরে উজ্জয়িনী স্বমহিমচ্ছায়া– সেথা নিশিদ্বিপ্রহরে প্রণয়চাঞ্চল্য ভুলি ভবনশিখরে সুপ্ত পারাবত, শুধু বিরহবিকারে রমণী বাহির হয় প্রেম-অভিসারে সূচিভেদ্য অন্ধকারে রাজপথমাঝে ক্বচিৎ-বিদ্যুতালোকে; কোথা সে বিরাজে ব্রহ্মাবর্তে কুরুক্ষেত্র; কোথা কন্‌খল, যেথা সেই জহ্নুকন্যা যৌবনচঞ্চল, গৌরীর ভ্রুকুটিভঙ্গী করি অবহেলা ফেনপরিহাসচ্ছলে করিতেছে খেলা লয়ে ধূর্জটির জটা চন্দ্রকরোজ্জ্বল।Read More →