শুধু কলকাতা নয়, সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে জনজোয়ার প্রত্যক্ষ করল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। গত ২৩ ডিসেম্বর বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে কলকাতায় মহা মিছিলের ডাক দিয়েছিল বিজেপি।ইদানীংকালের কোনো রাজনৈতিক দলের কোনো মিছিলেই এত জনসমাগম হয়নি, যা গত ২৩ ডিসেম্বর কলকাতায় বিজেপির মহামিছিলে হয়েছিল। তবে, এর পর পরই বিভিন্ন জেলায় বিজেপির মিছিলগুলি জনজোয়ার এবং স্বতঃস্ফূর্ততায় নজর কেড়েছে। কলকাতার পর দ্বিতীয় মহামিছিলটি হয় উত্তরবঙ্গের শিলিগুড়িতে। শিলিগুড়ির স্থানীয় মানুষই বলছেন, এই মিছিলে যে জনসমাগম হয়েছিল, ইদানীংকালে অন্য কোনো মিছিলে তা দেখা যায়নি। মিছিলের জনসমাগম যে স্বতঃস্ফুর্ত ছিল শুধু তাই নয়, রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষজনও এই মিছিলের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের দুর্গ বলে পরিচিত কাথিতেও বিজেপি বিশাল মিছিল বের করে তাক লাগিয়ে দিয়েছে। রাজনৈতিক বিচারে কঁথিতে বিজেপির এই মিছিলের গুরুত্ব অপরিসীম। এই বিশাল মিছিলগুলিতে নেতৃত্ব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট জেলা নেতৃবৃন্দও। এছাড়াও গত ২৯ ডিসেম্বর বনগাঁয় সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে বিশাল জনসভা করে বিজেপি। এই জনসভাতে উপস্থিত ছিলেন রাজ্যসভাপতি দিলীপবাবু।
সংশোধিত নাগরিকত্ব আইন সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে দিলীপবাবু বলেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতার নামে সমগ্র রাজ্য জুড়ে তাণ্ডব চলেছে। আর এই অশান্তিতে ক্রমাগত উস্কানি দিয়ে । চলেছেন মুখ্যমন্ত্রী। নাগরিকত্ব আইন। সম্পর্কে লাগাতার মিথ্যা প্রচার এবং মানুষকে বিভ্রান্ত করে এসেছেন তিনি। দিলীপ ঘোষ আরও অভিযোগ করেছেন, অনুপ্রবেশকারীদের রাস্তায় নামিয়ে তাণ্ডব করিয়েছে রাজ্যের শাসক দলই। এইসব গণ্ডগোল থামাতে রাজ্য সরকার কোনো ব্যবস্থা তো নেয়ইনি, বরং চুপচাপ থেকে সব দেখেছে।
দিলীপবাবু বলেন, “সংশোধিত নাগরিকত্ব আইন কাউকে তাড়িয়ে দেবার জন্য তৈরি হয়নি। এই আইনে কোথাও বলা নেই মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে। বরং বাংলাদেশ থেকে যে হিন্দু শরণার্থীরা অত্যাচারিত হয়ে এদেশে এসেছে, মানবিক কারণেই তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে এই আইনে।
সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচার করে মানুষের কাছে প্রকৃত তথ্য তুলে ধরতে এলাকায় এলাকায় ভারতীয় জনতা পার্টি পথসভা এবং মিছিলের আয়োজন করছে। প্রতিটি জনসভায় এবং মিছিলে মানুষে ভিতর থেকে দারুন সাড়া পাওয়া যাচ্ছে। বিভিন্ন পথসভায় রাজ্যস্তরের নেতৃবৃন্দ এবং সাংসদরা নেতৃত্ব দিচ্ছেন ও বক্তব্য রাখছেন।
আদিনাথ ব্রহ্ম
2020-01-03