Yaas Update: প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস

আবহাওয়া দফতরের পূর্বাভাস জানাচ্ছে, ইতিমধ্যে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস। ওড়িশার চাঁদবালি থেকে ধামড়ার মধ্যে কোথাও আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়। ফলে ওড়িশা, পশ্চিমবঙ্গে উপকূল এলাকায় জারি হয়েছে রেড এলার্ট। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। এই ঝড়ের ফলে কলকাতায় ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮৫ কিলোমিটার।

সকাল ৭ টা ০৩ : ওড়িশার ধামড়া থেকে এই মুহূর্তে ৮৫ কিলোমিটার এবং বালেশ্বর থেকে ১৪০ কিলোমিটার দূরে রয়েছে ইয়াস ।

সকাল ৬ টা ৫০ : দিঘার সমুদ্রের জল উত্তাল। ইয়াসের ল্যান্ডফল হওয়ার পরই ঝড়ের গতিবেগ আরও বাড়বে বলে জানা যাচ্ছে। এরই মধ্যে চলছে ভরা কোটাল। যার ফলে দিঘায় প্রবল জলচ্ছাস হচ্ছে । দিঘা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ইয়াস।

সকাল ৬ টা ০৫ :

ঘূর্ণাবর্তের গতি ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিমি। ধামড়া থেকে ৭০ কিমি দূরে। দিঘা থেকে ১২০ কিমি দূরে রয়েছে ইয়াস। প্রায় ১২ কিমি গতিবেগ নিয়ে এগিয়ে আসছে।

সকাল ৫ টা ৪৮ : সর্বশেষ পাওয়া খবরে জানা যাচ্ছে, গতিপথ পরিবর্তন করছে ইয়াস। বালাসোরের বুড়িবালাম নদির তীরে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা । গতিপথে মাঝে মাঝেই ইয়াস তার বৈশিষ্ট বদলে ফেলছে।

সকাল ৫ টা : ২০ :

উত্তর ২৪ পরগনার বিদ্যাধরী ও কলাগাছি নদীতে জলোচ্ছাস। উত্তর ২৪ পরগনা জুড়ে চলছে বৃষ্টি। ভেঙেছে তুষখালী বাঁধ।

বুধবার দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস।

বুধবার, ২৬ মে :

সকাল ৪ টা : ৫০ :

ইয়াস আছড়ে পড়ার আগে থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বৃষ্টি চলছে। এর ফলে বাড়ছে করোনা সংক্রমণের আতঙ্ক। পাশাপাশি পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী জেলায় গ্রামের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাত ১ টা ৫০ : বুধবার , ২৬ মে সকাল থেকে দুপুর ১২ তার মধ্যে বালেশ্বরে ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার সময় তার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৮৫ কিলোমিটার হতে পারে ।

রাত ১ টা ৪৩ : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মন্দ্যোপাধ্যায় ইয়াস-এর জন্য ২৫ ও ২৬ মে নবান্ন -র কন্ট্রোল রুমে নিজে থেকে বিপর্যয় পরিস্থিতির ওপর নজির রাখছেন ।

রাত ১২ টা ৫৩ : ২৬ মে মে দুপুরে ধামরার উত্তরে এবং বালাসোরের দক্ষিণে পারাদীপ ও সাগর দ্বীপপুঞ্জের মধ্যে উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে “খুব মারাত্মক ঘূর্ণিঝড়” ইয়াস আছড়ে পড়তে চলেছে ।

রাত ১২ টা ২৩ : ইয়াস-এর ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে ৩ লক্ষ মানুষকে ওডিশায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ।

রাত ১১ টা ২৩ : পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার রাত সাড়ে ১০ টা থেকেই কলকাতা সহ দুই ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় হওয়া ও বৃষ্টি বাড়ছে। এর ফলে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

রাত ১০টা : পশ্চিম আসাম, মেঘালয়ে পড়বে ঘূর্ণিঝড়ের প্রভাব।ভারী বৃষ্টির সম্ভাবনা। সতর্ক করল হাওয়া অফিস।

রাত ৯টা ৩০: ১০লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সন্ধ্যে ৮টা ৪০: ইয়াসের আগে ঘূর্ণিঝড় বয়ে গেল নৈহাটি ও হালিশহরের ওপর দিয়ে। ভেঙে পরেছে বাড়ি, বৈদ্যুতিক পোস্ট পরে গেছে ঝড়ের তাণ্ডবে। নৈহাটি সহ হালিশহরে একাধিক এলাকা তছনছ। আতঙ্কের মধ্যে গোটা এলাকা।

সন্ধ্যে ৮টা ৩৫: স্থলভাগে প্রবেশ করে ঘূর্ণিঝড়ের বেগ কমতে থাকবে। ২৭ তারিখ ঝাড়খণ্ডে প্রবেশ করবে। সেখানে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সন্ধ্যে ৮টা ২০: ছয় ঘন্টার মধ্যে আরোও শক্তিশালী হয়ে উঠবে ঘূর্ণিঝড় ‘ইয়াস’।এই মুহূর্তে ওডিশার পারাদ্বীপ থেকে ২০০ কিমি উত্তর পূর্বে অবস্থান করছে ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়।

সন্ধে ৭টা ৩০: কলকাতায় ইয়াসের গতিবেগ ৬৫-৭৫ কিমি।

সন্ধ্যে ৬টা ২২: গতি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। ১৬০ থেকে ১৮৫ গতিবেগ নিয়ে আছড়ে পড়তে চলেছে ওডিশা উপকূলের ধামরা বন্দর এলাকায়।

সন্ধ্যে ৬টা ২০: ৩৮ টি কলকাতাগামী দূরপাল্লার ট্রেন বাতিল করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে

বিকেল ৫টা ৩০: উত্তর-উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। ওডিশা উপকূলের ধামরা বন্দরের আরোও কাছে ইয়াস।

বিকেল ৪টে ৩০: নবান্নের কন্ট্রোলরুমে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাতে সেখানেই থাকবেন। নিজেই সমস্ত কিছু তদারকি করবেন।

বিকেল ৪টে ২০: মঙ্গলবার বিকেল থেকে ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর গতি তীব্র থেকে তীব্রতর হতে শুরু করবে।

বিকেল ৪ টে: ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় রাতে নবান্নের কন্ট্রোলরুমে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন তিনি।

বেলা ৩টে ৩০: ওডিশা উপকূল থেকে ৮১ হাজার ৬৬১ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বেলা ৩ টে: বিকেল ৪টে ৩০ এ কলকাতার আলিপুর আবহাওয়া দফতরে পরিদর্শনে যাবেন রাজ্যপাল জগদীপ ধনখর।

বেলা ১টা ৪০: ওডিশার ভদ্রক জেলার ধামরা বন্দরের কাছে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় ‘ইয়াস’।ওডিশার চার জেলা কেন্দারাপাড়া, ভদ্রক, জগৎসিংহপুর এবং বালাসোর জেলায় রেড এলার্ট জারি করা হয়েছে।

বেলা ১টা ৩৫: ওডিশায় ৫২ এনডিআরএফ দল, পশ্চিমবঙ্গে ৪৫ এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে।

বেলা ১টা ৩০: ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বুধবার ভোরে ওডিশার ভদ্রক জেলার ধামরা বন্দরের কাছে ল্যান্ডফল করবে, জানাল আবহাওয়া দফতর|

বেলা ১টা ২০: বঙ্গীয় উপকূলের ত্রাণকার্যে নেতৃত্ব দিচ্ছে আইএনএস নেতাজি সুভাষ। ভারতীয় নৌ-বাহিনী রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে কাজ শুরু করে দিয়েছে।

বেলা ১ টা: ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এই মুহূর্তে পারাদ্বীপ থেকে ২৮০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে।

বেলা ১২:৫০: দিঘায় সমুদ্র ক্রমশ উত্তাল হচ্ছে। উপুকুলবর্তী এলাকার মানুষদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।

বেলা ১২.৩০: সমুদ্র ক্রমশ উত্তাল হচ্ছে পারাদ্বীপে। উদ্ধারকাজ চালাতে তৈরি নৌসেনা।

বেলা ১২টা: দিঘায় ২ থেকে ৪ মিটার পর্যন্ত জলচ্ছ্বাসের আশঙ্কা।

সকাল ১১.৫০: কটক, খুরদা, ময়ুরভঞ্জ, জয়পুরে জারি অরেঞ্জ অ্যালার্ট।

সকাল ১১.৪৫: পারাদ্বীপ বন্দর এলাকায় বিপদের সতর্কতা জারি

সকাল ১১.৩০: কেন্দ্রপাড়া, ভদ্রক, জগৎসিংহপুর ও বালাসোরে ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি রেড অ্যালার্ট।

সকাল ১১.০০: সাইক্লোনের গতিপথের বাইরে কলকাতা। ৭০ থেকে ৮০ কিলোমিটার ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা।

সকাল ১০.৪০: ২৭ থেকে ৩০ মে পর্যন্ত বিহারে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।

সকাল ১০.২০: পরিস্থিতি সামাল দিতে তৈরি Reliance Jio, Bharti Airtel and Vodafone Idea-এর মতো টেলিকম সংস্থাগুলি। দুর্যোগের ফলে যাতে ন্যূনতম ক্ষতি হয়, তার চেষ্টা চলছে।

সকাল ১০.১৫: দিঘায় শুরু প্রবল বৃষ্টি। পশ্চিমবঙ্গে আরও বাহিনী পাঠাল NDRF

সকাল ১০.০০: দুর্গতদের সাহায্যের জন্য পশ্চিমবঙ্গ ও ওডিশার কংগ্রেস কর্মকর্তাদের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে তৈরি থাকতে বললেন রাহুল গান্ধী।

সকাল ৯.২০: চাঁদিপুরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। দিঘাতেও শুরু হয়েছে জলচ্ছ্বাস। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বলেছেন, ঘূর্ণিঝড়ের সঙ্গে মোকাবিলা করতে তৈরি রাজ্য সরকার। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠতে এ কথা জানিয়েছেন তিনি।

সকাল ৯.০০: ইয়াস মোকাবিলায় পশ্চিমবঙ্গে মোতায়েন করা হয়েছে NDRF এর ৩৫টি টিম। এছাড়া তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ ও আন্দামানেও গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কয়েকটি টিম পাঠানো হয়েছে ঝাড়খণ্ডেও। কারণ জামশেদপুর ও রাঁচি রয়েছে সাইক্লোনের পথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.